জাঁ জ্যাক্স রুশো ফরাসী জ্ঞানদীপ্তির এক কালজয়ী প্রতিনিধি জাঁ জ্যাক্স রুশো (১৭১২-১৭৭৮)। তিনি সমসাময়িক সামাজিক ব্যবস্থার এক তিক্ত সমালোচক ছিলেন। তাঁর বিখ্যাত গ্রন্থ-"Discourse on the Origin of Inequality" প্রকাশিত হয় ১৭৫৫ সালে। এই গ্রন্থে তিনি বলিষ্ঠ যুক্তির মাধ্যমে দেখিয়েছিলেন যে, সমস্ত মানবসমাজই দুর্নীতিগ্রস্ত, কারণ সেখানে মানুষ একে অপরের ওপর প্রভুত্ব করতে চায়। এমনকি ফ্রান্সের মতো অগ্রসর সমাজেও মানুষের প্রকৃতি নষ্ট করে দিয়েছে তার অহংকার ও স্বার্থপরতা। ১৭৬২ সালে প্রকাশিত "Discourse on the Arts and the Science" গ্রন্থে রুশো লিখেছিলেন যে, সভ্যতার অগ্রগতি মানুষের স্বাভাবিক ভালোত্বকে নষ্ট করেছে; আর এটাই রাষ্ট্রনৈতিক চিন্তার মৌলিক নীতি। রুশো আন্তরিক ভাবে বিশ্বাস করতেন যে, মানুষের ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধির প্রবল আকাঙ্খা ও তীব্র প্রয়াস সমাজে সম্পদের বৈষম্য বাড়িয়ে তোলে, আর সেটাই মানবসামাজের সমস্ত খারাপের উৎস। জাঁ জ্যাক্ রুশো ১৭৬২ সালে প্রকাশিত হয় রুশোর বিখ্যাত গ্রন্থ "Social Contract"। এখানে তিনি লেখেন- "মানুষ জন্মগত স্বাধীন এবং সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ...
A2 Study Online, -এ ইতিহাস বিষয়ে প্রশ্ন–উত্তর প্রদান করা হয়।