ফিজিওক্রাটস কারা ছিলেন ?

ফিজিওক্রাটস 


ফিজিওক্রাটস কারা ছিলেন ?


  রাজনৈতিক চিন্তার বাইরে অর্থনৈতিক চিন্তাও অষ্টাদশ শতকের ফ্রান্সে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। সপ্তদশ শতকে ও অষ্টাদশ শতকের গোড়ায় অর্থনৈতিক তত্ত্বের মূল ভিত্তি ছিল মার্কেন্টাইলবাদ। মার্কেন্টাইলবাদী তত্ত্ব সংরক্ষণবাদী অর্থনীতিকে সমর্থন করত। কিন্তু নতুন প্রজন্মের অর্থনীতিবিদরা মার্কেন্টাইলবাদী তত্ত্বকে খারিজ করে ধ্রুপদী অর্থনৈতিক উদারবাদের ভিত্তি প্রস্ত্র স্থাপন করেছিল। স্কটিশ অর্থনীতিবিদ এডাম স্মিথ যাবতীয় বাধানিষেধ থেকে অর্থনীতিকে মুক্ত করার কথা বলেন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি নূন্যতম রাষ্ট্রীয় হস্তক্ষেপের পক্ষপাতী ছিলেন এবং মুক্ত বাজার প্রতিযোগিতা ও অবাধ বাণিজ্যকে সমর্থন জানিয়েছিলেন। তাঁর অর্থনৈতিক চিন্তা "Laissez-faire" নামে পরিচিত।

     সমকালীন ফ্রান্সেও একদল অর্থনৈতিক চিন্তাবিদও একই ধরণের অর্থনীতির কথা বলেছিলেন। তাঁদের বলা হত ফিজিওক্র্যাট অর্থনীতিবিদ। ফিজিওক্রাট চিন্তাবিদরা প্রচার করেছিলেন, সম্পদের উৎস সোনা বা রুপা নয়; একমাত্র জমিই সম্পদের উৎস। তাঁরা কৃষিতে ও কৃষিপণ্যের বাণিজ্যে রাষ্ট্রীয় হস্তক্ষেপের তীব্র বিরোধী ছিলেন। ফ্রান্সে ফিজিওক্রাট চিন্তাধারার শ্রেষ্ঠ প্রতিনিধি ফ্রাঙ্কোয়েস কুইসনে (১৬৯৪-১৭৭৪)। তিনি রাজতন্ত্রের কাছে খাদ্যশস্য বাণীজ্য মুক্ত করার দাবি জানিয়েছিলেন। ফরাসী সরকার অনেক সময় আইন- শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে দ্রব্যমূল্যের ওপর নিয়ন্ত্রণ আরোপ করত। এই নীতির তীব্র বিরোধী ছিলেন কুইসনে। ফিজিওক্রাটিক মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ষোড়শ লুই-এর অর্থমন্ত্রী তুর্গো ১৭৭০-এর দশকের গোড়ায় খাদ্যশস্যের অবাধ বাণিজ্য নীতি ঘোষণা করেছিলেন। খারাপ ফলনের সঙ্গে মজুতদারী যুক্ত হবার ফলে খাদ্যদ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল। ফ্রান্সের নানা স্থানে খাদ্য দাঙ্গা দেখা দেয়। তখন ফরাসী সরকার পুনরায় পণ্য মূল্যের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে বাধ্য হয়। তথাপি একথা অস্বীকার করা যায় না যে, অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপের তীব্র বিরোধীতা করে ফিজিওক্রাট চিন্তাবিদরা নিরঙ্কুশ রাজতন্ত্রকে আক্রমণ করেছিলেন।


📖আরও পড়ুন 

1. ফরাসী বিপ্লবে রুশোর অবদান কি ছিল

2. কার্লসবার্ড ডিক্রি কি


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন