আইজ্যাক নিউটন
পৃথিবীর মহত্তম বিজ্ঞানীদের অন্যতম স্যার আইজ্যাক নিউটন (১৬৪২-১৭২৭ খ্রিস্টাব্দ) লিঙ্কনশায়ারের উলসথর্পে জন্মগ্রহণ করেন। বাল্যজীবনে তিনি মেধার বিশেষ কোন পরিচয় না দিলেও ট্রিনিটি কলেজে পড়ার সময় তিনি খুব সুখ্যাতি অর্জন করেন এবং ১৬৬৫ খ্রিস্টাব্দে নিউটন ট্রিনিটি কলেজের ফেলে (Fellow) নির্বাচিত হন। ১৬৬৭ খ্রিস্টাব্দের মধ্যে তিনি বীজগণিতের দ্বিপদ উপপাদ্যটি (binomial theorem) প্রমাণ করেন এবং অন্তরকলন (differential calculus) এবং সমাকলন (integral calculus)-এর মূল পদ্ধতিগুলো আবিষ্কার করেন। ১৬৬৮ খ্রিস্টাব্দে নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতে লুকাসিয়ান প্রফেসর (Lucacian Professor of Mathematics) নিযুক্ত হন। এই সময় তিনি একটি প্রতিফলক দূরবীন (reflecting telescope) তৈরি করেন যাতে লেন্সের জায়গায় একটি প্রতিফলক ব্যবহার করেন। এই আবিষ্কারের জন্য তিনি লন্ডনের রয়াল সোসাইটির ফেলো নির্বাচিত হন। রয়াল সোসাইটির ফেলো নির্বাচিত হওয়ার পরই তিনি তাঁর আলোর প্রকৃতি সম্পর্কে আবিষ্কারটির কথা সকলকে জানান। তিনি প্রমাণ করেন যে সদা সবরকম রঙেরী আলোর সংমিশ্রণ। নিউটনের এই আবিষ্কারের সম্পর্কে পণ্ডিত মহলেও বাদানুবাদ দেখা দেয় তবে শেষ পর্যন্ত নিউটনের মতবাদ সত্য বলে প্রমাণিত হয়। আলো নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করে এক রঙা প্রতিফলিত আলোর উজ্জ্বল ও কালো বৃত্তাকার বলয় (rings) আবিষ্কার করেন। নিউটনের নামানুসারে এগুলোকে নিউটনের বলয় বলা হয়ে থাকে (Newton rings)।
উলসথর্পে বসবাসকালেই নিউটন তাঁর মহাকর্ষ তত্ত্ব আবিষ্কার করেন। তিনি উপলব্ধি করেন যে, বিশ্বব্যাপী মহাকর্ষের ফলে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, আবার নিকটবর্তী সববস্তুই পৃথিবীর বুকে এসে পড়ছে। সূর্য ও গ্রহগুলোর মধ্যে প্রত্যেকটি গ্রহ ও তাদের উপগ্রহগুলোর মধ্যে, পৃথিবীর সমুদ্র ও চন্দ্র সূর্যের মধ্যে (জোয়ারভাটা) ও সাধারণভাবে জগতের যে কোন দুটি বস্তুর মধ্যে যে একই মহাকর্ষ কার্যকরী তা তাঁর কাছে পরিষ্কার হয়ে যায়। এই সময় তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন। তিনি আবিষ্কার করেন যে একটি সমরূপ (Uniform) গোলাকার বস্তুর ভিতরের প্রতিটি কণা যদি বাইরের একটি কণাকে মহাকর্ষীয় বলের সূত্রানুসারে আকর্ষণ করে, তাহলে বাইরের কণাটির উপর যে বল কাজ করবে সেটি এমন হবে যে গোলাকার বস্তুটির সমস্ত ভর তার কেন্দ্রবিন্দুতে অবস্থিত রয়েছে। কিন্তু এইসব আবিষ্কারের কথা তিনি দীর্ঘকাল পর্যন্ত গোপন রাখেন। অবশেষে ১৬৮৭ খ্রিস্টাব্দে নিউটন এইসব গুরুত্বপূর্ণ আবিষ্কার তাঁর প্রসিদ্ধ গ্রন্থ ‘প্রিন্সিপিয়া’ অর্থাৎ ‘Philosophiae Naturalis Principia Mathermatica’তে প্রকাশ করেন। এই গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে আধুনিক বিজ্ঞানের গোড়াপত্তন ঘটে। গণিত শাস্ত্র ছাড়াও অ্যালকেমি (alchemy), ধর্ম, রাজনীতি প্রভৃতি সকল বিষয়েই নিউটনের আগ্রহ ছিল। কিন্তু প্রকৃত পক্ষে তাঁর মহাকর্ষ তত্ত্ব (Law of Gravitation) পুরাতন পৃথিবীকে নতুন করে চিনতে প্রত্যেক মানুষকে সাহায্য করে।