খুত ও মুকদ্দম কাদের বলা হত? কে, কেন তাদের কঠোরভাবে দমন করার চেষ্টা করেন ?

খুত ও মুকদ্দম 


খুত ও মুকদ্দম কাদের বলা হত? কে, কেন তাদের কঠোরভাবে দমন করার চেষ্টা করেন?


       বাজার দর নিয়ন্ত্রণ এবং জীবন নির্বাহের ব্যয় হ্রাস করেই আলাউদ্দিন খলজি সন্তুষ্ট হতে পারেননি। রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে আরও সমৃদ্ধ করার জন্য তিনি বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করার জন্য সচেষ্টও হয়ে ওঠেন। এই উদ্দেশ্যে তিনি রাজস্ব বিভাগের সংস্কারের দিকে বিশেষ দৃষ্টি দিতে শুরু করেন। রাষ্ট্রের অধীনে খাদ্য ও জমি বৃদ্ধির জন্য তিনি সর্বপ্রথম বিভিন্ন শ্রেণীর অবলম্বন করার জন্য সচেষ্ট হয়ে ওঠেন। তিনি মুসলিম অভিজাত সম্প্রদায় ও ধার্মিক ব্যক্তিদের মিলক্, ইনাম, ইদ্দ্ররাৎ এবং ওয়াকফ জমি রাষ্ট্রের অধীনে পুনরায় আনয়নের চেষ্টা করেন। মুসলিম অভিজাত সম্প্রদায়র ও ধার্মিক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরই সুলতান অলাউদ্দিন খলজি খুত, চৌধুরী ও মুকদ্দম নামে পরিচিত হিন্দু অভিজাতবর্গের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন। “খুত” শব্দটির প্রকৃত সংজ্ঞা সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ থাকলেও সম্ভবত পরবর্তীকালে যার জমিদার নামে পরিচিতি লাভ করেন আলাউদ্দিনের-রাজত্বকালে তাঁরা খুত নামে পরিচিত ছিলেন। “চৌধুরী” ছিলেন পরগণার প্রধান ব্যক্তি এবং “মুকদ্দম” ছিলেন গ্রামের প্রধান। রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে এই তিন উপাধিকারী ব্যক্তিরা বংশানুক্রমিকভাবে রাজস্ব আদায়কারীর কাজ করতেন এবং আদায়ীকৃত রাজস্বের একটি বিরাট অংশ আত্মসাৎ করতেন। অনেক সময় তাঁরা সুলতানকে অগ্রাহ্য করে রাষ্ট্রের কোষাগারে আদায়ীকৃত রাজস্ব জমা দিতেও অস্বীকার করতেন। সমসাময়িক ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় যে খুত, চৌধুরী ও মুকদ্দমগণ অত্যন্ত প্রাচুর্য ও বিলাসিতার মধ্যে জীবনযাপন করতেন। তারা অশ্বপৃষ্ঠে আরোহণ করতেন, দামি পোশাক পরিচ্ছদ পরিধান করতেন এবং অপরের সঙ্গে সবসময় সংঘর্ষে লিপ্ত থাকতেন। রাষ্ট্রের ন্যায্য ও প্রাপ্য অর্থ আত্মসাৎ করে তাঁরা এইভাবে জাঁকজমকের মধ্যে জীবনযাপন করার সুযোগ পেতেন। আলাউদ্দিন এই ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তাঁদের ক্ষমতা খর্ব করার জন্য কয়েকটি কঠোর নীতি প্রবর্তন করেন। পুরাতন প্রথা পরিবর্তন করে মোট উৎপাদনের অর্ধেক অংশ তিনি রাজস্ব হিসাবে ধার্য করেন। বে-আইনীভাবে যে সকল অতিরিক্ত সুযোগ সুবিধা তাঁরা ভোগ করতেন তিনি সে সব বন্ধ করার ব্যবস্থা করেন। তাঁদের অধিকারভুক্ত জমি তিনি জরিপ করার ব্যবস্থা করেন এবং এইসব জমির জন্য তিনি তাঁদের কর দিতে বাধ্য করেন। এতদিন পর্যন্ত তাঁরা নিষ্করভাবে এই সব জমি ভোগ করতেন। আলাউদ্দিন খলজির এইসব ব্যবস্থা গ্রহণের ফলে খুত এবং বলাহার অর্থাৎ সমাজের সমাজের প্রধান ব্যক্তি এবং একজন সাধারণ কৃষকের মধ্যে পার্থক্য অনেকাংশে দূর হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন