বার্লিন অবরোধ বা বার্লিন সংকট আলোচনা করো।

সূচনা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পটসডাম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জার্মানিকে সোভিয়েত রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইংল্যান্ড এই চারটি দেশের কর্তৃত্বাধীনে চারটি পৃথক অঞ্চলে ভাগ করা হয়। এখানে প্রতিটি রাষ্ট্র নিজেদের আলাদা উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল। রাশিয়া চেয়েছিল তার অধিকার করা পূর্ব জার্মানিতে এক তাঁবেদার সরকার প্রতিষ্ঠিত হোক। কিন্তু মিত্রশক্তি চেয়েছিল তাদের অধিকার করা অঞ্চলগুলি নিয়ে পশ্চিম জার্মানি গঠন করতে। এর ফলে জার্মানি দুই ভাগে ভাগ হয়ে যায়। সৃষ্টি হয় বার্লিন সংকট।

বার্লিন অবরোধ বা বার্লিন সংকট

বার্লিন অবরোধের পটভূমি : পটসডাম সম্মেলনে (১৯৪৫ খ্রি., ১৭ জুলাই থেকে ২ আগস্ট) চার বৃহৎশক্তিবর্গ (সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স) একজোট হয়ে বার্লিন সংকটের পটভূমি রচনা করে। সম্মেলনে ঠিক হয়—

[1] ‘৫টি ডি’ প্রয়োগ: জার্মানির ওপর ‘৫টি ডি ’ (Five Ds) — demilitarisation (বেসামরিকীকরণ), deindustrialisation (অবশিল্পায়ন), decentralisation (বিকেন্দ্রীকরণ), democratization (গণতন্ত্রীকরণ), de-Nazification (অবনাৎসিবাদীকরণ) প্রয়োগ করা হবে।

[2] জার্মানির বিভাজন: জার্মানিকে চার ভাগে ভাগ করা হবে —  

  1. সোভিয়েত রাশিয়ার অঞ্চল : ওডার-নিস নদীর তীর বরাবর এলব পর্যন্ত অঞ্চল, 
  2. মার্কিন অঞ্চল : জার্মানির দক্ষিণ অঞ্চল, 
  3. ব্রিটিশ অঞ্চল : জার্মানির উত্তর-পশ্চিম অঞ্চল, 
  4. ফ্রান্সের অঞ্চল : জার্মানির দক্ষিণ-পশ্চিম অঞ্চল।

[3] একই অর্থনৈতিক নীতি : চারভাগে বিভক্ত হলেও সমগ্র জার্মানিতে অর্থনৈতিক নীতি থাকবে একটিই। জার্মানির চারটি ভাগে একই অর্থনীতি চালু রাখার জন্য বার্লিনে গঠিত হবে ACC (Allied Control Council) |

[4] বার্লিনের বিভাজন: জার্মানির রাজধানী বার্লিনকেও চার ভাগে ভাগ করা হবে বলে ঘোষণা করা হয়।

সোভিয়েত কর্তৃক বার্লিন অবরোধ : বার্লিন ছিল পূর্ব জার্মানির অংশ আর তাই তা ছিল রাশিয়ার কর্তৃত্বাধীন। আবার পশ্চিম জার্মানিতে মার্কিনিরা যে আর্থিক উন্নয়নের উদ্যোগ নেয় তাতে রাশিয়া ক্ষুদ্ধ হয়েছিল। এর ফলে সোভিয়েত রাশিয়া পশ্চিমি রাষ্ট্রজোটের পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়কপথ (যা ছিল সোভিয়েত রাশিয়ার অধীনস্থ) অবরোধ করে (১৯৪৮ খ্রি., ২৪ জুলাই)। এই ঘটনা বার্লিন অবরোধ (Berline Blocked) নামে পরিচিত। বার্লিন অবরোধে রাশিয়ার মূল উদ্দেশ্য ছিল দুটি — 1.পশ্চিমি শক্তিজোটের ওপর চাপ সৃষ্টি করে তাদের নিয়ন্ত্রণ থেকে বার্লিন শহরকে মুক্ত করা। 2. পশ্চিম জার্মানিতে আমেরিকা ও ব্রিটেনের নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনাকে বানচাল করা।

সংকটের অবসান: রাশিয়ার বার্লিন অবরোধের ফলে পশ্চিম জার্মানিতে চরম খাদ্যসংকট দেখা দেয়। ব্রিটেন ও আমেরিকা রাশিয়ার অবরোধের কাছে নতিস্বীকার না করে দীর্ঘ এগারো মাস ধরে ১৪০০ বিমানের সাহায্যে আকাশপথে অবরুদ্ধ বার্লিন অঞ্চলকে প্রতিদিন আট হাজার টন খাদ্যসামগ্রী, ওষুধ, তেল, কয়লাসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জোগান দেয়। এই ঘটনা 'Barlin Airlift' নামে খ্যাত। স্টালিন এই আকাশপথে সরবরাহ ব্যবস্থার বিরোধিতা করার সাহস দেখাতে পারেননি। অবশেষে বাধ্য হয়ে সোভিয়েত রাশিয়া ২৯৩ দিন পর অবরোধ তুলে নেয় (১৯৪৯ খ্রি., ১২ মে)।


বার্লিন সংকটের ফলাফল : বার্লিন সংকটের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী।

[1]জটিলতা বৃদ্ধি : বার্লিন সংকট আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার সম্পর্ককে আরও জটিল করে তুলেছিল। আমেরিকা সাম্যবাদের প্রসার রোধ করতে চাইলে রাশিয়াও পুঁজিবাদের প্রসার রোধে সচেষ্ট হয়ে ওঠে। ফলে বিশ্বরাজনীতি জটিল রূপ ধারণ করে।

[2] জার্মানিতে আলাদা সরকার : মার্কিন জোটের মদতে পশ্চিম জার্মানি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র (Federal Republic of Germany, FRG) হিসেবে আত্মপ্রকাশ করে। পশ্চিম জার্মানির প্রধান হলেন খ্রিস্টান ডেমোক্রেটিক দলের কনরাড আদানুর। আর রুশ জোটের মদতে পূর্ব জার্মানি গণতান্ত্রিক প্রজাতন্ত্র (German Democratic Republic. GDR) হিসেবে পরিচিতি পায়। এই সরকারের কর্ণধার হলেন অটো প্রোটোহল। ১৯৬১ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে কংক্রিটের ও কাঁটাতারের বেড়া দিয়ে প্রাচীর গড়ে তোলা হয়েছিল।

[3] সামরিক শক্তি বৃদ্ধি : এই সংকট থেকে শিক্ষা নিয়ে বৃহৎ শক্তিভুক্ত দেশগুলি নিজেদের সামরিক শক্তিকে আরও মজবুত করার দিকে নজর দেয়। যার পরিণতি হিসেবে পরবর্তীকালে ঠান্ডা লড়াই রাজনীতির উদ্ভব ঘটে। 


বার্লিন সংকটের গুরুত্ব

ঠান্ডা লড়াইয়ের যুগে বার্লিন অবরোধ (১৯৪৮ খ্রি., ২৪ জুলাই থেকে ১৯৪৯ খ্রি., ১২ মে) একটি উল্লেখযোগ্য ঘটনা। সান্তর্জাতিক রাজনীতিতে এই ঘটনার 'গুরুত্ব অপরিসীম। 

[1] স্টালিনের নীতির ব্যর্থতায় : এই অবরোধের পরিণতি সোভিয়েত রাশিয়ার পক্ষে শুভ হয়নি। এর দ্বারা স্টালিনের নীতির ব্যর্থতা প্রমাণিত হয়। 

[2] ঠান্ডা লড়াইয়ের তীব্রতায়: এই ঘটনা ঠান্ডা লড়াইকে তীব্রতর করে তোলে। 

[3] রাশিয়া ও পশ্চিমি গোষ্ঠীর বিচ্ছেদে : পশ্চিমি গোষ্ঠীর উদ্দেশ্য সম্বন্ধে সোভিয়েত রাশিয়ার অবিশ্বাস প্রকাশ্য বিচ্ছেদের মধ্য দিয়ে সত্যরূপে প্রতিষ্ঠিত হয়। 

[4] জার্মানির বিভাজনে : ধনতন্ত্রী ও সাম্যবাদী এই দুটি ভিন্নধর্মী শাসন প্রক্রিয়ায় জার্মানি বিভক্ত হয়ে যায়। 

[5] রুশ বিরোধী মার্কিন নীতি গ্রহণে : পশ্চিম ইউরোপে ট্রুম্যানের ভূমিকা সম্পর্কে এতদিনের দ্বিধাগ্রস্ত মার্কিন সেনেট এই ঘটনার পর তাঁর তীব্র রুশ বিরোধী নীতির পূর্ণ সমর্থকে পরিণত হয়। 

[6] সামরিক জোটগঠন: সর্বোপরি, এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক শক্তিজোট গঠনের প্রক্রিয়াকে মতি দেয়।

উপসংহার: বার্লিন সংকট পশ্চিমি শক্তিগুলিকে আরও ঐক্যবদ্ধ করে। পশ্চিম ইউরোপে যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয়, যার ফলস্বরূপ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO বা North Atlantic Treaty Organisation) গঠিত হয়। বার্লিন সংকটে সোভিয়েত রাশিয়ার অনমনীয় মনোভাব বিশ্বরাজনীতিতে তাকে অনেকটাই কোনঠাসা করে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন